নতুন কি পুরাতন বুঝিনি আজ,
একতারা হাতে বাউল সাজ।
সাজব সাই অজানার পথে
ঘুরব আমি দিগন্তে সাথে।
থমকে কেন গেলাম আজ দুপুরে।
আমার মুখের ভাষা কেউ কি নিয়েছে কেড়ে।
বলতে চেয়েও বলা হয়নি কত কথা,
বলে ছিলাম আমি তুমি,
বসব পাশাপাশি চায়ের কাপে জমবে কথা,
না বলা কথা অব্যক্ত রইল,
নষ্ট হলো আমার জীবন গাথা,
দেখবো ভাবিনি অন্য হাতে তোমার হাত।
মুখ ফিরিয়ে অন্য দিকে চেয়ে চলে যাবে
তাকাতেও সাহস করনি,
যদি বারন করে।
মুখ ডেকে রেখেছিলে কান ঝুলানো মুখুশে
অবাক তুমি দেখে আমায়,
নির্বাক আমি বিষ্ময়ে।