তোমার জন্য গড়েছি
সাত রং এর পৃথিবী,
করেছি কত অলংকার!
তোমার গায়ে জড়াবো
সবগুলো মুক্তর মালা,
লক্ষ তারা বিছায়ে রাখবো তোমার বাসরে।
তুমি ছড়াবে শিশুর মতন।
তুমি হাসবে কল কলিয়ে,
যেন বাজবে বাশরি।
আমি চেয়ে দেখব অপলক,
তোমার বালিকা সুলভ অবয়ভ নিঃপলক।
হে প্রিয়সি আমার,
তুমি হাসছো!
ভাবছো কোথা হতে এলো পাগলামি।
এতো ভালোবাসা ছিল কোথায়।
দুষ্টমি ভরা মন আমার,
কি করে পারে, কাধতে আবার কাধাতেও।