যান্ত্রিক জীবন ব্যাকুলতা বাড়ায়
তোমার হাসি-স্বর-নি:শ্বাস-ছোঁয়া পেতে।
অবচেতন মন হারিয়ে যায় তোমার পানে-
চেতনা ফিরে এলেও আমি বাঁধা দিই না-দিতে পারি না-দিতে চাই না;
কেননা সেটাই তো আমার আজন্ম অভীষ্ট।
কোনো এক প্রভাতে-
হয়তো ভোরের কোমল রোদ জানালা দিয়ে তোমার চোখে পড়বে-
হয়তো সামনের রাস্তাটা তোমার একপলক চাহনী পাবে।
হয়তো দেখতে পাবে -
চলে এসেছি আমি-
সব পিছুটান ফেলে।
যান্ত্রিক জীবনের কোলাহল ফেলে-
আমার সুখ খুঁজে নিতে।।