স্বার্থের বেড়াজালে বন্দি সবাই
স্বার্থপানে ছুটে বেড়াই,হাসি,কাঁদি-
অভিনয় করি।
কিন্তু-
আত্মার সুখ অভিনয়ে নয়-
তা বুঝি না, বুঝতে চাইও না।
স্বার্থের কাছে বিকিয়ে যাওয়া প্রতিটি আত্মা -
মুক্তির জন্য হাঁসফাঁস করে
কিন্তু আমরা তাদের মুক্তি দিই না
দিনশেষে স্বার্থের বেড়াজালে বন্দি সবাই।।