বাতাসে ফুলের গন্ধ ;জানালাটা খোলা।
সাথে পোড়া গন্ধ।
ফুল কি তাহলে পুড়ে যাচ্ছে?
কিসের তেজে ফুল পুড়বে?
রৌদ্রের তেজে?
নাকি নিজস্ব অভিমানে?
অব্যক্ত কথা কী গন্ধে বোঝাতে চাইছে-
অবলা ফুল?
শুধুই কি অভিমান?
নাকি আরো কিছু?
পোড়া গন্ধে হয়তোবা অভিমান।।
কিন্তু নিজের গন্ধে?
কেউ কি তা বুঝে?