তোমার কুরঙ্গি চোখের কোনে,
আমার যাপিত দিনগুলোর প্রতিচ্ছবি,  
শাখা প্রশাখা ছড়িয়ে ঠায় দাঁড়িয়ে আছে,
স্মৃতির প্রকান্ড এক মহীরুহ হয়ে।
রঙ্গনা বসনের আবরনে
মুগ্ধতা তোমায় নিয়েছে শিখরে,
ঈর্ষায় অপ্রসন্ন চাঁদ ভাবছে,
তার অস্তিত্ব প্রমাদ হয়ে গেছে।
সম্রাজ্ঞী,
তুমি সৌহার্দে আমায় রুদ্ধ করো,
আজ আমার কণ্ঠে পেলব রাগিণীর সম্ভাষণে,
তোমায় আহবান করছি একত্ব গড়তে তনু থেকে তনু।
মধুপ যেমন হাজার রঙের আভা ছড়ায়,
তেমনি হিলল ছড়িয়ে দাও
আমার শিরায় শিরায়।
তোমাকে পেতে চাইনা
গগন বিচ্ছুরিত ক্ষীণকালের শম্পার মতো,
ইহকাল পরকালের সমস্ত যোগফলের সমান সমান
আমি তোমাকে চাই।