শূন্য ডায়েরি - ছন্দহীন।
লিখিনা আজ অনেক দিন।
শব্দ তো হাজার আছে,পাইনা তবু তাদের।
লিখবো আমি কাদের জন্য? ভালোবাসি যাদের?
ভালোবেসে প্রেমিক হয়,বিদ্রোহী হয় কেও।
কেও আবার ফারিস্তা,শয়তানও হয় কেও।
ভালোবাসো মানবজাতি - ছন্দরা যেমন বাসে।
চাঁদ-তারা, গ্রহগুলো তাদের সাথে হাসে।
ঘৃণা দিয়ে কি-ইবা হবে?মরবো তো সবেই।
তবু কেন একে-অপরের শত্রু মোরা হই?
আমার একটা স্বপ্ন আছে গড়বো এমন পৃথ্বী,
যেথায় থাকবে প্রেমও-প্রীতি,হিংসা হবে না সৃষ্টি।
হে ইশ্বর, শক্তি দাও - তোমার ভুবনে।
যেনো পারি স্বর্গের এক টুকরো বানাতে।
শত্রু-মিত্র সবাই হবো একই পথের পথিক।
প্রেমপ্রীতি ও সৌহার্দ্য এটাই সঠিক দিক।