আজ যুক্তি তর্ক দূরে যাক
ভালোবাসা টিকে থাক!
বিচার করুন কম
ভালোবাসুন বেশি,
ভালোবাসা হোক আজ
জাত বর্ণ গ্রাসী!
ভালোবাসব পাখির মতন
সবুজ বৃক্ষ লতার মতন,
ভালোবাসব নদীর ন্যায়
হিংসা ঘৃনার হইবে পতন!
একটি প্রাণও মরবে না
একটি ফুলও ঝরবে না,
কোন জীবন রইতে বেচে
কোন জীবন পোড়বে না!
সবখানেতেই মায়া আছে
মায়া রবে সমুন্নত,
বুঝে নাও খুঁজে দেখ
অন্ধকারেও আলো কত!
এ পৃথিবী সবার জন্য
বাচার চেষ্টায় যে,
তোমার সুখের যাত্রা পথে
মরবে কেন সে!
জীবন যদি যুদ্ধ হয়
সৈন্য গড়ো তবে,
দূর্বলেরে সবল করে
তবেই লড়ো সবে!
২০-০৪-২০১৭