একযে ছিলো স্যার
মাথা ভরা বুদ্ধি ছিলো, শিক্ষার ছিলো বাহার।
আহার-আয়েশ যোগাড় করতেন
শিক্ষার বানিজ্য করে!
কাঁড়ি কাঁড়ি টাকা তুলতেন
ছাত্ররা সব মরে!
শ্রেনীকক্ষে বৈষম্য করতেন
আদর্শের বুলি মিছে!
সদা সর্বদা লেগেই থাকতেন
প্রমোশন,সুবিধার পিছে!
সুদর্শন,বড়লোক তোষামোদ করতেন
যত্ন নিতেন খিঁচে
বাব আমার-সোনা আমার
সমস্যা বলো কিসে!
ছাত্রীদের প্রতি ছিলো তাহার
আকাশ সমান দরদ
প্রেম করার মতলবেও কখনো
থাকতেন তিনি সরব!
নম্বর দিতেন ব্যক্তিগত পছন্দে
পরীক্ষার সকল খাতায়!
যার সাথে তার মতের মিলতো
তুলতেন তারে মাথায়!
বলি বলি ও গুরুজন
মানুষ কবে হবেন!
শিক্ষার্থীদের হৃদয় আপনি কি বলেন
যুগ যুগান্তরে রবেন?
২০-০৯-২২