কবিতার প্রেমে পড়ো না
কবিতা বড় ভয়ংকর জিনিস!
তোমার ভেতরকে পিষে নেবে একটু একটু করে, ক্ষুদ্র ক্ষুদ্র কনায়!

ভাঙ্গবে মসজিদ ঘর মন্দির
পিষে নেবে চেতনা, লোহা-লক্কর কাঠের স্তুপ!

পাহাড় ভাঙ্গবে পর্বতে মিশে যাবে সমুদ্র-নদীর মোহনায়!...

কবিতার প্রেমে পড়ো না!
তোমায় কবর থেকে কেউ তুলে ছুড়ে দেবে সবুজে
দাসত্ব থেকে ধমনীতে!
হিটলার থেকে লেনীনে
লেনীন থেকে জীবনানন্দের চেতনায়!...

তোমার চোখ দুটি বিক্রি হয়ে যাবে মাইক্রোস্কোপের হাতে!
বক্ষ চলে যাবে মরুভূমির মালিকানায়...

তুমি তোমাতে নাও থাকতে পারো!

শুধু এক অদৃশ্য রেললাইন বইবে হৃদয় জুড়ে
যা তোমায় নিয়ে চলবে বিন্ধু থেকে সিন্ধুতে
সিন্ধু থেকে বিন্ধুতে!
সমাজ থেকে সভ্যতায়
মানুষ থেকে ইশ্বরে।

তুমি হয়ে যাবে সবার মত
মিশে যাবে সবার সাথে
ক্ষুধার্ত হবে ভালোবাসায়!

০৯/০৪/২০১৭