অভিমান করা ছেড়ে দিয়েছি অনেক আগে
কারন অভিমান কেউ বোঝেনি!
এখন রাগী-চিৎকার করি-ভিন্ন পথ ধরি!

অভিমান করে ভেতরে ভেতরে ডুকরে মরেছি অনেক
কেউ বোঝেনি, বরং উল্টো বুঝেছে!
না বোঝাতে; কোন মায়াবী ডাক-স্পর্শের আশায় কেটে গেছে সারা রজনী!

সময়ে
ভুল বোঝা মানুষেরা একত্রিত হয়েছে,
জোটবদ্ধ আঘাতে ক্ষতবিক্ষত করেছে আমার বুক!

অভিমানেরা অভিমানেই রয়েছে,,

এখন রাগী-চিৎকার করি-ভিন্ন পথ ধরি!...
ক্রমেই শান্ত হয়ে যাচ্ছি!

তাদের শান্তি দেবার জন্য!
চাপের মুখে! হতাশার চাদরে!

১২-১২-২২