এ সমাজটা একটা মুদ্রার মতো,
মুদ্রার এপাশে এক পক্ষ ওপাশে এক পক্ষ।
কিন্তু অধিকাংশ গল্প গুলো মূলত মুদ্রার মাঝখানে লুকিয়ে থাকে!
যা আমরা কেউ দেখতে পাই না!

আমরা শুধু অন্ধের মতো ধাক্কাধাক্কি করি!
এপাশ থেকে ওপাশে ওপাশ থেকে এপাশে!

সত্য গুলো হারিয়ে যায়...
মিথ্যায় মীমাংসা করি!

আমরা হাসি দেই সমঝোতার হাসি।

০২-০৭-২২