হা এবং না এর মাঝামাঝি কি কিছুই নেই!
শুধু প্রান্ত খোঁজে মানব মন।

সংশয়ের জ্বালা তার সয় না
সপাং সপাং চাবুক মারে শরীরে..
মগজে, মগজের প্রতিটি কোনায় কোনায়
ডানা ঝাপটে ক্লান্ত হয়ে পড়ে থাকে দোয়েল
সবুজ পাখি, গাংচিল

ছেড়া পালকে বাঁধে পিঁপড়ার বাসা
টেনে নিয়ে যায় গভীর থেকে গভীরে।।

'হা' এবং 'না' এর মধ্যে অতৃপ্ত অসত্যের চির বেদনা
শুধু পাথর ছুড়ে মারে পাহাড়ে!..

তাই সংশয়ে বাঁধে বাসা সত্য উত্তপ্ত মগজে,
'হা' এবং 'না' এর বিকৃত বিকিরনে জমজমাট চারপাশ।।

দূরে, বিজ্ঞানে চরে উড়ে বেরায় ঈশ্বর
শান্ত শীতল মাটিতে লাঠি লজেন্স হাতে আমি বসে সে দৃশ্য দেখি।

২৮.০৩.২০১৭