লেখকদের পারিশ্রমিক দিতে শেখেন!
একজন লেখককে লেখালেখি করতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়!
রোদে পুড়ি, ঘামে ভিজে একজন দিনমজুর শ্রেণীর মানুষ যে শ্রম দেয় তার চেয়ে একজন লেখক-শব্দ শ্রমিক মোটেও কম শ্রম দেয় না বরং বেশি শ্রম দেয় বলে মনে করি!
একজন লেখকের খাটুনির বেশির ভাগটা মগজ আর হার্টের উপর দিয়ে যায়! তাই আপনি সাধারণ চোখে দেখতে পান না!!
লেখকের লেখুনিতেই মানুষ বদলায়, সমাজ বদলায়, দেশ বদলাম, পরিবেশ বদলায়, পৃথিবী বদলাম!
বদলায় ধর্ম-রাজনীতি-সাংস্কৃতি!
শত বছরের মরিচা পড়া অনূভুতি-বিবেক চকচকে হয় লেখকের কলমের উৎকর্ষে!
সুতরাং লেখককে সম্মান করুন, সম্মানী/মজুরি দিতে শিখুন।