কোন লেখকের লেখা-বই জনপ্রিয় হয়ে উঠলেই যে সেটা মানবতা,সমাজ,দেশকে অনেক কিছু দিতে পারবে এমনটা সবসময় ঠিক নয়!
বরং সেটা মানবতা,সমাজ,দেশের জন্য ক্ষতিকরও হতে পারে!!
যেমন একটা বাণিজ্যিক সিনেমা দর্শক প্রিয় হলে, কোটি কোটি টাকা ইনকাম করলেও সেটা সমাজ-মানবতাকে কিছু নাও দিতে পারে!
বরং ক্ষতিকরও হতে পারে!
কিন্তু কম দর্শক প্রিয়, স্বল্প ইনকামের, সমাজের অসঙ্গতি নিয়ে তৈরী একটা আর্ট সিনেমা দেশ-সমাজ-মানবতার জন্য অনেক বড় অবদান রাখতে পারে!!
জনপ্রিয়তা কিংবা সংখ্যালঘু-সংখ্যাগুরু হিসেবে সবসময় ভালো আর মন্দ বিচার করা যৌক্তিক নয়।
যেমন বাংলাদেশের প্রখ্যাপটে আপনি যদি একটি ইসলামি, সাম্প্রদায়িক টাইপের বই লিখেন
তবে আপনার লেখাটা বেশ জনপ্রিয়তা পেতে পারে, বই প্রকাশ করে লক্ষ লক্ষ টাকা ইনকামও করতে পারবেন!
বহু প্রকাশক আপনার পাণ্ডুলিপি অগ্রীম টাকা দিয়েও নিবে!!
কিন্তু যদি প্রথাবিরোধী কিছু লিখেন, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা সহ সমাজ, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু লিখেন তবে আপনার লেখা প্রকাশক অগ্রীম টাকা দিয়ে নেয়া-জনপ্রিয় হওয়াত দূরে থাক, বই হয়ত তেমন বিক্রিই হবে না!
এমনকি লেখা নিষিদ্ধের দাবিও উঠতে পারে!!
এমনটাই চলছে...