জীবনের মানে যখন শূন্য হয়ে ধরা দেয়
তখন নিজের চারদিকটা যেন সমান অর্থপূর্ণ কিংবা নিরর্থক মনে হয়!
আমি যেন সেই বিন্দুতে অবস্থান করছি,
জীবন নিজ থেকে কোন অনুভূতি জাগাচ্ছে না!
আমি যদি জীবনকে বলি তুমি ভালো আছো
তবেই জীবন বলছে আমি ভালো আছি,
আমি যদি জীবনকে বলি তুমি ভালো নেই তবেই জীবন বলছে আমি ভালো নেই!
ভালো লাগা আর না লাগাটা যেন সমান অর্থপূর্ণ হয়ে দাড়িয়েছে!
যেন ভালো থাকাটায় যেমন আনন্দ,
ভালো না থাকাটায়ও তেমনি সমান আনন্দ
কিংবা বিপরীত।
যেন পৃথিবীর সকল জল এবং স্থল সমান আনন্দের কিংবা সমান বেদনার!
যেন যেখানেই অবস্থান করি
সকল অবস্থান আমার সমান অনুভূতি জাগায়!
স্বপ্নগুলো যেন মরা
কিংবা জীবিত পূর্ণ
যেন আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি,
তখনকার অনুভূতি গুলোও!..
যেন বিপ্লব বিদ্রহে, মতবাদে
কোন কিছুই বদলাবে না!
আমি চাইলেও অন্যরা না!
যেন সময় আমাকে অব্যাক্ত কিছু বুঝিয়ে গেছে
যা বলতে গেলে নিজের ক্ষতি
কিংবা অন্যের ক্ষতি!
শুধু এটুকু বলবো
জীবনের মানে অব্যাক্ত কিছু সত্য, মিথ্যার খেলা!...
আর এখনী, প্রয়োজনে কবিতাটা শেষ করে চলা।...
২৮/০৫/২০২৩