ধরে থাকার ইচ্ছায়ও
সরে গেছে বহু কিছু!
জীবন থেকে জগৎ থেকে..
বিশ্বাস থাকেনি ভালোবাসা থাকেনি
আঁকড়ে ধরে বাঁচতে পারিনী।
সবই ছেড়ে যায় কেড়ে নিয়ে যায়, গতানুগতিক গতির ঘোর গহ্বরে...
গতি কেন এত,
সময় স্থির থাকতে পারে না!
কাঠের পুতুলে, ক্যালেন্ডারে সাজাতাম ঘর-আলমারি সোফাসেট।
ফুলের মত ফুটে থাকত রাতের জ্যোৎস্নায়,
স্থির এবং ধীর!
শুধু গতি,
লেজ থেকে মানুষে
সবুজ থেকে সিমেন্টের জঙ্গলে
ভাবনা-বিশ্বাস আলপনা হয়ে ফুটতে পারেনি কখনো!
চেয়েছিলাম সেটাই,
কিন্তু সত্যগুলো অভিশপ্ত
মিথ্যার মতো!
গোষ্ঠী চেতনা থেকে ব্যক্তি চেতনায়...
ছুটে চলা শুধু ভবঘুরে,
মুখোশ অভিনয়ের সমাজ সংসার,
পিষ্টে চলা গতির পদতলে সাজানো ফুল।
সময় ও সমরে নিজেকে হজম করে চলা।।
আজো আমি সন্ধানী!
সাজানোর স্বপ্নে,
কিংবা গতির গড় মিলের বিরুদ্ধে...
২২-০৫-২০১৭