আঠারোতে অনেক কিছু হারিয়েছি
বাইশে শুধু হাহাকার...
মধ্যখানে বিপ্লব হয়েছিলো
কিন্তু বদলায়নী কিছুই
শুধু রসহীন রক্তিম গোধূলির দিকে হেঁটে যাচ্ছি
শুধু রসহীন রক্তিম গোধূলির দিকে হেঁটে যাচ্ছি
মাঝে মধ্যে জীবনদ্রহী হয়ে যেতে ইচ্ছে করে
কিন্তু দ্রহের পরিণতি যে মৃত্যু!
আমি যে মারতেও জানি না
মরতেও জানি না।
প্রথম থেকেই শিখিনী,
কবিরা নাকি পারে না!...
২২.১১.১৮