কবিদের সমাজে সম্মান কদর অনেক
শ্রদ্ধা করে সর্বজনে
কিন্তু কবিতার বই পরে থাকে বেকার
লাইব্রেরী, বইর দোকানে
প্রকাশক পান্ডুলিপি নেয়না- পয়সা দিয়ে ছাপাতে
বরং প্রকাশকরা কবির টাকায়- গ্রন্থ ছাপাতে মাতে
প্রতিভা পরে থাকে ধুমরে মুচড়ে
ঘরের টেবিল কোনে!
কলমের কান্না যেন নিস্ফল হয় এই
যান্ত্রিক যুগের গোণে!