সবাই বলে বিড়ি খা বন্ধু কবিতা ভের হইবে অনেক
বিড়ি ছাড়া মহাকবি হইছেবা কয়জনেক!

আমি বলি বিড়ি খাই না বন্ধু ভের কি হইবে না কবিতা?
হইতে কি পারবো না মহাকবি, পিছু কি নিবে না শবিতা!?

তারা বলে গাঁজা ধরো দোস্ত গভীরে যাইতে পারবা অনেক!
গাঁজা ছাড়া মাথা খুলছে, কবি হইছে কয়জনেক!

আমি বলি গাঁজা খাইনা দোস্ত গভীরে যাওয়া কি মোর হবে না?
অনুভূতির মাথা কি খুলব না কবু, সাহিত্যে পদচিহ্ন কি রবে না!?


আমি ভাবি মনে
ঘরের গহীন কোনে!
সিদ্ধান্তে পৌছাই দৃঢ়।

বিড়ি-গাঁজা-মাদক
খাইছে লেখক যতক,
ছিলো তাদের বদ অভ্যাস!

যতই মহাকবি হোক
খ্যাতি যশ রোউক
এইখানে তাদের অসঙ্গতির আভাস।

মিথ্যার মধ্য দিয়ে সত্য যেমন
হইতে পারে না প্রতিষ্ঠিত!

খারাপেরে দিয়ে ভালোরও তেমনই
হয় না চলা সিন্ধ।

তেমনই বুঝে নাও খাও বা না খাও
কি বুঝাতে চেয়েছি আমি!

তুমিই রবে তোমার
সবচেয়ে বড় বিবেকের অন্তর্যামী।

১৩-০৯-২২