টাকা ছাড়া কবিতার বই প্রকাশ করে এমন কোন প্রকাশনী আছে কি?
যত প্রকাশনীর সাথেই আলাপ করি সবারই একই কথা "কবিতার বই লোকজন পড়ে না/কবিতার বই মানুষ কেনে না/কবিতার পাঠক কম/কবিতার বই বাজারে চলে না! তাই কাব্যগ্রন্থ প্রকাশ করতে হলে লেখকের খরচে প্রকাশ করতে হবে!"
পাণ্ডুলিপি দেখে-লেখার মান বিবেচনা করে মন্তব্য করারও নূন্যতম ইচ্ছা প্রকাশকদের নেই! তার আগেই তারা কবিতার বই প্রকাশ করার অনীহা ব্যক্ত করেন।
এমতাবস্থায় কবিতা লেখালেখির ভবিষ্যৎ কি??
লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে যায়!...😴