যদি জিজ্ঞেস করা হয়
তোমার কি কোন বন্ধু আছে?
তবে আমি উত্তর দিবো
"না আমার তেমন কোন বন্ধু নেই!"
বন্ধুত্ব হতে হলে যেমন আত্মা কিংবা মনের মিল থাকতে হয়,
কিন্তু আমার আত্মা পর্যন্ত কেউ পৌঁছাতেই পারে না!
বন্ধুত্ব কিভাবে হবে!?
আমি কখনো কখনো খাঁ খাঁ করা হৃদয় নিয়ে
বন্ধুত্বের হাত বাড়িয়ে দাড়িয়ে থাকি!
কিন্তু তারা আমার আত্মার খোঁজ পায় না;
কিংবা নিতে চায় না।
সিগারেট খাই না বলে দুই চার মিনিটের ধোয়া উড়ানোরও বন্ধু হয়ে ওঠেনী!!
ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না
ওরকম কিছু কাক আসে!
সন্ধ্যা নামলে আবার উড়ে চলে যায়!
ঘোর অমাবস্যা আধারের সঙ্গী হয় না কেউ!!
ইদানীং অজথা হাতও বাড়াই না;
নিজের মধ্যেই গুটিয়ে থাকতে ভালো লাগে!
২৬-০৮-২০২৩