বিজয় দিবস! বিজয় দিবস!
এই খোকা এদিকে এসে বস।
জানিস কি?
বিজয়ের জন্য দিতে হয়েছে লাখ শহীদের প্রাণ
তাই আমরা গাই আজ তাদেরই গুণগান।

লাল সবুজের স্মৃতি ঘেড়া নিশান আমার উড়ে
কিনেছিলুম মুই রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে
মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল এই নতুন আশার ভোরে
রক্ত দিয়ে কেনা এই  বিজয়ের ডিসেম্বরে।

স্বাধীনতার জন্য উজাড় হয়েছে কত গ্রাম-শহর বস্তি
খালি হয়েছিল অনেক মায়ের কোল
গুম হয়েছিল শরীর থেকে আরাম-আয়েশ-স্বস্তি।

৭১’এর এই দিনেতে হয় সীমাহীন এক যুদ্ধ
যার কাহিনী শুনিলে মোদের শ্বাস হয়ে যায় রুদ্ধ।

বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায়না মোটে
তাদের ত্যাগে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে।

একাত্তরের সেই সে বিজয়
করলো স্বাধীন সকল হৃদয়
শোষন-ত্রাসন করলো বিদায়
করলো নতুন সূর্য উদয়।

লাল সবুজের পতাকাটির খুঁটি বেশ শক্ত
আনতে সেটি ,বীর সেনারাদের দিতে হয়েছিল রক্ত।

বিজয় দিবস রক্তে ধোয়া,বীর শহীদের স্মৃতি।
বিজয় নিয়েই আজ লিখা কবিতার এই গীতি।
বিজয় মাখা ফুলে-পাতায়,বিজয় সবুজ ঘাসে।
বছর ঘুরে এদিন যেন বারে বার ফিরে আসে!