দিনের পর দিন কেটে যাই, রাতের পর রাত
মাথার উপর নেই যে তাদের, থাকার একটি  ছাদ
অন্ন যেন তাদের কাছে দামি সোনার হাঁর
এইসব কি? নেই কি তাদের কোনো অধিকার?

কখনো রোদের প্রখর তাপে
কখনো ঝড় - বৃষ্টিতে ভিজে
কখনো কাঁপে কনকনে শীতে ,
অনাহারী হয়ে তারা -
ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে যেন পথভ্রষ্ট তারা ।

উচিত নয় চুনোপুঁটি ভেবে করা তাদের অবজ্ঞা
তারাও রাখে সুন্দরভাবে বাঁচার নিখিল এক প্রজ্ঞা

ধুলির মাঝে কাটছে জীবন, ধুলির মাঝেই বাস
সুযোগ পেলেই সবাই তাদের,করে পরিহাস

লাঞ্ছিত এই শিশুদেরকি, জন্মটাই পাপ?
যদি না দাঁড়াও পাশে তাদের, লাগবে অভিশাপ

কত যে আশা ও স্বপ্ন তারা বুনে আপন মনে
সবই হঠাৎ হয় নিশ্চিহ্ন এক অর্ধচন্দ্রের ক্ষণে

পথ শিশুদের সেই কষ্ট কেই বা শোনো আজ?
সবাই লেগে আছে ইঁদুর দৌড়ে গড়তে সম্পদের জাহাজ।