মানুষ তুমি সৃষ্টির সেরা
যার গর্বের নেইকো শেষ,
কাজে-কর্মে পশুর অধম
শুধুই মানুষ বেশ।
ওহে....
সৃষ্টির সেরা জীব দেখো চারিদিকে
বিনয়ী বেশগুলো হয়ে যাচ্ছে ফিকে!
মূর্খতায় ভরে গেছে নশ্বর ভূবন
অহমিকার অশান্তিতে ডুবিয়াছে জীবন
তোমার কাজে মঙ্গল নেই
অমঙ্গোলেই ভরা
তবুও মনে গর্ব করো
তুমিই সৃষ্টির সেরা
দাম্ভিকতায় পরিপূর্ণ অকৃতজ্ঞ মানুষ
সময় থাকতে ফিরিয়ে আনো মনুষ্যত্বের হুশ
সুন্দর হবে তোমার ভূবন বিশ্বখেলাঘর,
যদি দাঁড়াও এক কাতারে ভুলে আপন-পর।
ছেড়ে দাও আত্মগর্ব পবিত্রতায় পূর্নাও মন,
দেখবে তোমার ধরণীটি লাগছে খুব আপন।