মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য!
কেউ আছে তার অকাল আয়ুতে ধন হাসিলে মত্ত
কেউ বা আছে এই ভুবনে প্রতিষ্ঠাই তার স্বত্ব

কেউ গড়ছেন অট্টালিকা
কেউ করছেন হজ্জ ,
কেউ বা আবার কালো টাকা গুনছেন
কেউ বা হচ্ছেন জজ।
কেউ চালাচ্ছেন উড়োজাহাজ
কেউ বা মেশিনগান ,
কেউ বা আবার কেড়ে নিচ্ছেন
কতো অমূল্য প্রাণ ।

চিরকাল কেউ রবে না যে ভুবনে,
নেই তাদের স্মরণে,
এই বসুধাই অতিথি মাত্র,
প্রকৃত ঠিকানা যে পরজীবনে।

মানবজীবন কত আশা-নিরাশার দোলায় দোলায় দোলে
কতো রঙ্গিন স্বপ্ন বুনে জীবনের তরে,
সেই স্বপ্নগুলো সময়ের ব্যবধানে,
নির্মল মৃত্যুর আগমনে।

কতো বিজ্ঞানী নীল আকাশ দিয়ে পাড়ি
চাঁদ, গ্রহ , নক্ষত্র করছেন জয়,
তাসত্ত্বেও সব মানুষই একসময়
হয়ে পরেন মৃত্যুর কাছে বড়ই অসহায় ।

পঞ্চত্বপ্রাপ্তি আসবে জেনেও
যে ডাকেনা তাঁকে
কে বলে তাকে ঈমানদার?
অগ্নির শিখা প্রতীক্ষায় আছে তাকে পীড়ন দেওয়ার ঝোঁকে।

সেদিন সেই অঢেল সম্পদ করবেনা তোমার সুপারিশ
নামাজ বলবে "কে তুমি?" সিয়াম করবে নালিশ

বেলা থাকতে পরকাল সম্পর্কে জ্ঞত হও, হে মানব
ব্রত হও তোমার প্রভুর প্রতি, করতে অসৎ পাল্লা লাঘব।