আমি নিঃশঙ্ক এক যোদ্ধা
মিথ্যাকে নয় সত্যকে করি শ্রদ্ধা!
আমি কামান বিহীন এক যোদ্ধা
যার মোকাবিলার নেই কারো স্পর্ধা।
চারিদিকে,
কেন হাহাকার এতো অত্যাচার
আমি মানি না কোনো অবিচার
মোরা যুদ্ধ কোরিয়া আনিবো নিজেদের সেই অধিকার
বাঁধা যতই দেখা দিক না কেন এটাই মোদের অঙ্গীকার
আমি নিঃস্ব আমি দুর্জয়
আমার ধিক্কার কেন হাহাকার
আমি ভেঙে করি সব চুরমার
হবো না কখনো সত্যের পথে পরাজয়
মানি না কখনো মিথ্যে কথার ঝংকার
রূপের একি ঝংকার আমি সোনালি এক অহংকার ।
আদর্শহীন এই নির্লজ্জ দুনিয়াই আমরা কি কেবলই দর্শক?
ক্ষমতার দ্বন্দ্ববাদের এই যুদ্ধে গগনবিদারী স্লোগান অনাবশ্যক।
সোনালী যুগের সন্ধানে চলিতেছে যে যোদ্ধা
কালের ঘড়ির অবনত মস্তকে জানায় তারে শ্রদ্ধা।
হঠাৎ পথে পাহাড় দাড়িয়া উচু করে তার বুক
হুঙ্কার দিয়ে বলে ওঠে সে ,“কে আনিবে সে সোনালী যুগ?”
হে বীর,
তোমা পানেই চেয়ে আজ নিপীড়িত যত হে বার্তাবহ মুক্তির,
আজ তোমারই প্রতীক্ষায় আমরা অধীর।
আমি অকুতোভয় এক যোদ্ধা
সত্যকে নহে ভয় করি শ্রদ্ধা।