সততার নামে দিচ্ছে ধোকা
সন্ধির নামে ত্রাস
ন্যায়ের নামে চলছে দুর্নীতি
শান্তির নামে সন্ত্রাস .

শাসনের নামে করছে শোষণ
ত্যাগের নামে খাওয়া
দেওয়ার নামে নিচ্ছে কেড়ে
সেবার নামে ধাওয়া

নৌকা-শীষের মাঝে এসে
লাঙল যাচ্ছে পিষে
রাজাকারগুলো বুদ্ধিমান সব
ভালো করে মিশে

শত শত কোটি হাতিয়ে তারা
বিদেশ করছে পাঁচার
দেশের নাকি তারা রাজপুত্র
মনুষ্যদের দিচ্ছেনা স্বস্তির ন্যায় বাঁচার

রাজনীতির নামে পেটনীতি
রিলিফের নামে চুরি
খেতে খেতে করছে যে তারা
বৃদ্ধি তাদের ভুঁড়ি!!!!