উষার পাখি ডাকার আগে
মেলব সবাই আঁখি,
মেঘের গায়ে রোদের পরশ,
দিন কী থাকে বাকি?

পূব আকাশে উঠবে যখন
ভোরের আলো ফোটে
শিক্ষালয়ে যাবো আমরা
দল বেঁধে সব ছুটে

সুখে দুঃখেতে থাকিতে হইবে
একে অন্যের পাশে
কেও না যেন হাত বাড়িয়ে দেয়
ভয়াল সর্বনাশে

আধার দেখে হইস নে তোরা
ভয়-ভীত আতঙ্কিত
যদি তোদের যুক্তি যে হয়
সুদূর সত্যায়িত

ঈশান কোণে মেঘ দেখিলে
করবো নাকো ভয়
দল বেঁধে সব আয়রে তোরা
ভয়কে করো জয়