ওরে শোন শোন রাধা,
তোর ঐ দুষ্টু কৃষ্ণটা!
কৃষ্ণ ছিল না ভালো,
সে যে ভীষণ কালো!
করতো ও মারামারি,
করতো সে মাখন চুরি!
ভীষণ ছিল সে দুষ্টু,
আজ সে ফাটাওবিষ্টু!
করতো কত দুষ্টুমি,
আজ যে তোর প্রেমী!
তোর জন্যই সে ভালো,
ঐ কালো কৃষ্ণ আলো!
আজকে সে ভগবান,
তোর নামেই সমাধান!
গোটা বৃন্দাবন ধাম,
তাই জপে তোর নাম!
তোর প্রেমেই বদলালি,
কালো কৃষ্ণের কালি!
সব পাপ ধুয়ে যায়,
সত্যি প্রেম যদি হয়!
নারী মানে তুই সুন্দরী,
আলো পথের দিশারী!