বারিসিক্ত বনানীর সাশ্রুনেত্রে কে ফুটালো হাসি
অদৃশ্য বীণায় হিরন্ময় সুর আসে ভাসি?
ধনীর প্রাসাদচূড়ে দরিদ্রের জীর্ণ আঙ্গিনায়
সমান দাক্ষিণ্যভরে স্বর্ণধারা কে আজি বিলায়?
মাঠে ঘাটে নদীস্রোতে তালিবনে নারিকেল-শিরে
ঝিকিমিকি নৃত্যে কেবা নব-রবি বার্তা লয়ে ফিরে
সোনালী শারদ রৌদ্রে মাধুর্য্যের মুক্ত সঞ্চরণ
কনক কিরণ রাগে ধরিত্রীর কান্তি-প্রসাধন।।