নিশান্তে পথের প্রান্তে শ্যামশষ্প তৃণ-শীর্ষে দুলি
নিঃশব্দ উল্লাসে খেলে উতরোল শিশুগুলি।
পল্লবিত শাখে শাখে সদ্য ফোটা ফুল্ল ফুলদলে
সপ্তবর্ণ রত্ন আভা বিকির্নিয়া হাসে কুতূহলে।
ধরণীর শ্যামবক্ষে কে পরাল লক্ষ মোতিহার
সুস্নিগ্ধ শীতল তনু খরোজ্জ্বল তবু সুকুমার।
নিশার অলকচ্যুত অমরাবতীর জ্যোতিকণা
নিশির নিহার হারে মর্ত্যে যেন দিল আলিপনা।