মেদুর মেঘের ম্লান ধূসর গুণ্ঠনখালি খুলি
নির্মল মাধুরী মুগ্ধ আনন্দিত নীল আঁখি তুলি
কে তাকালো ধরা পানে এ সুন্দর শারদ প্রভাতে
রবিকর বিরহিণী অশ্রুম্লানা ধরিত্রীর সাথে।
হল দৃষ্টি বিনিময় প্রেম পূর্ণ পুলক ভঙ্গিতে
মুহূর্তে উঠিল রণি প্রত্যাসন্ন আশার সঙ্গীতে।
শোকাচ্ছন্ন বসুধার নৈরাশ্যের নিরুজ্জ্বল দিন
শরতের শুভ স্পর্শে জোতির্ময় হল সে নবীন ।
স্বচ্ছ নভো নীলিমায় নব রৌদ্র ভাতির উজ্জ্বল
নীলাভ্র ভৃঙ্গারে যেন স্বর্ণ সুরা করে টলমল ।
(বনবিহাগী ১৯৩৭ থেকে )