ভালোবাসা অপরাধ হয় যদি হোক
হাসিমুখে দণ্ড তার লব শির পাতি
ভালোবাসা মোহ শুধু? শুধু মিথ্যা স্তোক?
সেই মোহেই মগ্ন হয়ে রব দিবারাতি।।
ভালোবাসা ভুলে যায় রীতি নীতি জাতি?
যাক তাহে ক্ষতি নাহি, নাহি মানি শোক
ভালোবাসা ক্ষণিকের দীপ্ত মায়া বাতি
তবুও দগ্ধ হবো বরি সেই প্রেমালোক।।
ভালো যে বেসেছি-প্রাণ পরিপূর্ণ তায়
ব্যর্থ বা সার্থক হোক কিবা আসে যায়।
দুঃখ অশ্রু বেদনায় যদি মম প্রেম
অবসান লভে কভু মরণের বুকে
তবুও যে আমি আজ ভালোবাসিলেম
জন্মান্ত সার্থক হবে এরি স্মৃতি সুখে।।