পাহাড়টা প্রেমিক হয়ে আকাশের তাজা নীল ছুঁতে চেয়েছিলো
অবুঝ শিশুর মতো উড়াল মেঘের কাছে বৃষ্টি চেয়েছিলো
আকাশ এবং মেঘ উভয়েই পাহাড়টাকে ভালোবেসেছিলো
পাহাড় নিমগ্ন ছিলো নক্ষত্রখচিত নীল আকাশের প্রেমে।

স্নিগ্ধ রাতের আকাশ পাহাড়ের  চোখে রোজ, নীল ঢেলে
দিতো
পাহাড় হৃদয় খুলে প্রতিদিন লুফে নিতো আকাশের নীল
মেঘ তার হিমজলে শান্ত করে দিয়েছিলো পাহাড়ের বুক
কিন্তু পাহাড় কখনো চঞ্চল মেঘের প্রতি আসক্ত ছিলোনা।

মেঘ, পাহাড়ের সঙ্গে আকাশের সুপ্ত প্রেম জেনে গিয়েছিলো
আকাশের আবাহনে মেঘের হৃদয়ে এক, ঝড় উঠেছিলো
মেঘের অশান্ত প্রেম, হাওয়ার প্রবল বেগ বজ্রের হুঙ্কারে
নীলিমায় দীপ্যমান, স্বচ্ছ তারকাপুঞ্জের রুপালী ঝাড়বাতি
অপমানে অভিমানে দুঃখ শোকে দপ করে নিভে গিয়েছিলো
আকাশের সব নীল কালো মেঘের ছায়ায় মুছে গিয়েছিলো।

পাহাড় বিরহী মেঘ ঢেউ তুলে কেঁদেছিলো, আকাশ নীরবে-
প্রেমিক পাহাড় শেষে মেঘের ক্রন্দন জলে ভেসে গিয়েছিলো
শতকোটি বোবা প্রেম আকাশের শান্ত কোলে ঠাঁই নিয়েছিলো
অশান্ত প্রেমের ঝড়ে প্রকম্পিত হয়েছিলো নিয়তির বুক
ডুবন্ত পাহাড় শুধু আকাশ আকাশ বলে কেঁদে উঠেছিলো
আকাশ এবং মেঘ, আজও সেই পাহাড়টাকে ভুলতে পারেনি।

বাড্ডা- ২১/০৮/২০১৭