#কাহার_দাপট_বেশি
#সাইফুল_ইসলাম_এনালিস্ট
পরী বলে আমায় নিয়ে
ফাল পারিসনে তোরা,
সাকলাইনরে কইয়া কিন্তু
লাগাইমু হাত কড়া,
আরজিনা কয় যতই থাকুক পুলিশ আর্মি
তোমার টাকার হিসাব কই,
করের হিসাবেই জেল দেবে তোর
এক মতিউরের সই।
ছাগল বলে লাখ টাকা দাম হলেও আমার
খাই তো কোটি টাকা,
দেখা তোরা আমার মত কে,
আছে বাপের বেটা?
সুমোন বলে পদে থেকে করছো
যাচ্ছে তাই,
পদ হারালে কি দশা হয় বুঝবে,
যেমন বুঝছে বেনজির ভাই।
চোরের মায়ের বড় গলা
শুনছি মুখে মুখে
বাস্তবেও তা শিক্ষা পেলাম
বে-নজিরদের দেখে,
ফরিদপুরের সভাপতি ডেকে ডেকে কয়,
শোন সবাই নেতা হলে এমনই হতে হয়,
যেমন আমি অল্প দিনে কয়েক হাজার কোটি,
টাকা পাচার করেছি যার এখনো নাই জুটি,
শামিম বলে আমার মত নেই তো পরহেজগার
বাইশ বছর তাহাজ্জুত ছাড়িনা কি দারুন বেপার।
ক্ষমতাও কি কম আছে মোর পুরা নারায়ণগঞ্জে
এক মিনিটও টিকবে না কেউ যুদ্ধে আমার সঙ্গে।
আরেকজন বলে সারাবিশ্বের ক্ষমতাধর আমি,
আমার ভয়ে ধুকে ধুকে মরছে আমার স্বামী।
তাতে কিছু যায় আসে না জিরো টলারেন্স,
আমার বাইরে কেউ বা যদি করেন অকারেন্স।
পুলিশ বলে সবই জানি রাখো তোমার কথা,
আমরা পুলিশ আছি বলেই তোমরা আজি নেতা।
আর্মি বলে চুপ করে আজ সইছি মোরা
বিডিআর বিদ্রোহ,
উহ করিলেই সব হারাবে
বাড়িবে কলহ,
বিজিবিরা আছে বলেই ভারত পাঠায় লাশ,
নইলে কিন্তু বদলে যেত বাংলার ইতিহাস।
ডিজিএফআই আড়ি পেতে শুধু অপেক্ষা করে,
কাউকে গুমের অর্ডার পেলে অমনি তারে ধরে।
এমন এমন যোগ্য লোকের ভিড়ে,
কে জানি কার প্রানটা নিবে কেড়ে,
সব ক্ষমতার উৎস নাকি আবাল জনগণ,
এই কথাটা শুনায় শুধু আসলে নির্বাচন,
ইসি বলে কিসের কি মোর নাই অবদান?
কোন মতে নির্বাচনের তারিখ বলে দেন,
বাকিটা সব দেখবো আমি যতই দিক হরতাল,
চরমুনাইয়ে মার খাক আর যাই হোক
যদি না হয় ইন্তেকাল,
জনগণের ভোট না দেওয়া তাদের ক্ষমতা
ইলেকশনে বিজয়ী করা ইসির ক্ষমতা,
আমার একটা ঘোষনাতেই আজকে যারা পদে
তাদের দয়ায় আমরা খুশি নারী কিংবা মদে,
দুদক বলে শোন বেটা আমার গুনগান,
হিসাব একবার টান মারিলে সব হবে যে খানখান
আমরা কাউকে ধরলে বিদেশ না হয়
দেশের জেলে ভরি,
দুর্নীতি আর অন্যায়ে যে গড়ছে বাড়ি গাড়ি।
আমার কিন্তু কম পাওয়ার না সবাই থাকে ভয়ে
টাকা দিয়ে পা ধরে কয় দিসনে কাউরে কয়ে।
সবার হিসেব টানি আমি আমায় টানে কে,
পারলে একটু তাহার নামটা আমায় বলে দে,
তাই ভেবে দেখ আমার মত দাপট নাই তো কারো,
সবাই মিলে আমার সাথে আপোষ করতে পারো।