বাংলাদেশটা গুনে ভরা সম্পদের পাহাড়,
তাই তো সদা ক্ষমতা নেবার চলছে হাহাকার।
প্রথমবারে কোনমতে পেয়েছে ক্ষমতা,
পরের বারে ভোট দেয়িন বাংলার জনতা।
তার পরেতে নৈশ ভোটে বারেক ক্ষমতা নেয়,
জনগণ তাই ভোট দেয়না, কার কি আসে যায়?

একই ভাবে সব খানেতে রেখে নিয়ন্ত্রণ
ফ্রী ফেয়ার ইলেকশনে জানায় আমন্ত্রণ।
সবার দাবি ভিন্ন খাতে জোর করে দেয় ঠেলে,
যার কারণে লক্ষ মানুষ সৈরাচারির জেলে।
জনদাবি শুনেও তারা না শুনার ভান ধরে,
বেশি কথা বললে তাকে গুম বা খুন করে।

ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চলছে ষড়যন্ত্র,
যার কারণে বন্ধি আজি আমাদের গণতন্ত্র
স্বাধীনতার বায়ান্ন বছর তবু নেই কো স্বাথীনতা,
একাত্তরের চেয়েও লঙ্ঘিত আজকের মানবতা।
জনগণ কি চাইছে তাদের শুনছেনা কোন কথা,
ফুঁফরে কাঁদে জনতা আজ বুকে নিয়ে বড় ব্যথা।

কষ্টের জ্বালা সইতেই, করলে আবেগঘন ত্যাগ,
জামাত শিবির নয় বিএনপির লাগিয়ে দেয় ট্যাগ।
জেল জুলুম আর গুমের ভয়ে মানুষ মহা ক্লান্ত,
উন্নয়নের কথা শুনে সরল জাতি হচ্ছে যে বিভ্রান্ত।

মেধাশুন্য জাতি গড়তে করলো শিক্ষা নীতি,
ভুলে ভরা পুস্তকে আজ শিখছে প্রেম-প্রীতি।
দাদার দেশের নির্দেশনায় শিক্ষা কার্যক্রম,
বাংলাদেশ আর পারবেনা করতে কাউকে অতিক্রম।
কৃতদাস হয়ে বাঁচার প্রথা হয়ে যাচ্ছে চালু
তাই তো মোরা বুদ্ধি দিচ্ছি ভাতের বদলে আলু।


.................... চলমান