স্বাধীনতা কি ব্যক্তি পুজা আর চেতনার গান গাওয়া,
স্বাধীনতা মানে বৈশাখী দিনে কি পান্তা ইলিশ খাওয়া?
মুক্তমনে যেই দেশে কোন কবিতা লেখা যায় না,
কথাটিও বলতে বুক কাঁপে ভয়ে শুনে ফেলে কি হায়না,
এমন দেশকে স্বাধীন বলে মনে করা যায় কি কভু,
স্বাধীনার সেই চেতনার গান শুনেই যাচ্ছি তবু।
কি হারিয়ে কি পেয়েছি হিসাব মেলানো যায়না,
স্বাধীনতারে খুঁজিয়া ফেরে তবু জনগণ তা পায়না।
নির্দোষীকে দোষ চাপিয়ে সত্য আড়াল করা,
স্বাধীনতা মানে কি নিজ দেশে বাঁচা হয়ে নিজ ঘর ছাড়া,
ঘরেতে ঘরেতে আওয়াজ উঠেছে স্বাধীন মোরা নই,
চেতনার ভীরে তোমারে খুঁজি স্বাধীনতা তুমি কই?
স্বাধীনতা কি নিরাপদ নয় জনতার জান মাল,
স্বাধীনতা কি চেতনার গোলামী করাই চিরকাল?
স্বাধীনতা কি গভীর রাতে দরজায় ডিবির কড়া,
স্বাধীনতা কি নিজের দেশে থাকতে হবে ভাড়া?
ভাড়াটিয়ারও স্বাধীনতা আছে মুক্ত ভাবে চলবার,
সেইটুকুও কি জনতার কেউ পেয়েছে একবার?
এরই নাম যদি স্বাধীনতা হয় পরাধীন তবে কি?
চেনতার গান শুনে শুনে মোরা পরাধীন রয়েছি।
চেতনাবাজের চেতনাই ছিল লুটেপুটে সব খাওয়া,
সুযোগ বুঝে বিজয়ের পরে চেতনার গান গাওয়া,
৭১ এর চেতনা এখন শুধুই ভাওতাবাজি,
২৪ শে সব ছেলেরা লড়েছে জীবন রেখেছে বাজী।
চেতনার সাথে ঘাতকতা করে ক্ষমতায় আছে যারা,
স্বাধীনতাকে তাদের বাড়ীর গোলাম ভেবেছে তারা।
তাদের শিকল শৃংখল ভেঙ্গে করে দাও চুর্মার,
স্বাধীনতাকে আনতে কেড়ে লড়ে যাও আরেকবার।