ছাত্রছাত্রীর আন্দোলনে গুলির ছড়াছড়ি,
কত প্রাণ আর কত স্থাপনা পুড়ছে কত গাড়ি।
সাধারণ এই আন্দোলনকে সইতে পারেনা যারা,
কত রকমের মিষ্ট বুলি মুখে বলছে যে তারা।
এতই যদি ছাত্রদের প্রতি ছিল তোমাদের টান,
তাহলে কেন কেড়ে নিলে তুমি শহস্রাধিক প্রাণ।
এখন তোমরা বলছ কেন ছাত্ররা চেয়েছিল সুখ,
তবে গুলিতে কেন ঝাঝড়া করলে, আবু সাইদের বুক।
আরও শত ভাই প্রাণ দিয়েছে বুলেটের আঘাতে,
মনে রেখো তুমি সুখ নাহি হবে একটি প্রভাতে।
কোটা সংস্কার আন্দোলনটাই শান্তুিপুর্ণ ছিল,
অশান্তি বাধাতে শপথের মন্ত্রী ঘোষনা কেন দিলো।
যার ফলেতে শত ভাই শহীদ, আহত শহাস্রাধিক,
রাক্ষুশে রাজা নিপাত যাও তুমি জানাই শত ধিক।
রক্তে রঞ্জিত রাজপথটাকে করেছো রণক্ষেত্র,
লাশের সাড়ি বাড়ায়েছো তুমি সত্যিই অপবিত্র।
ক্ষমতাকে তুমি আকড়ে রাখতে রক্ত করেছো ঢাল,
এভাবে কি কেউ ইতাহাসে ছিল ক্ষমতায় চিরকাল?
ভুলে যেওনা উত্থান পতন বিপরীত দুটি নাম,
কিন্তু উহা যুগ যুগ ধরে একই সাথে বহমান।
যে গুলি দিয়েছে জনগণ তোমায় রক্ষা করতে দেশ,
সেই গুলি দিয়ে তাজাপ্রাণগুলি নিমিষেই করছো শেষ।
সইবে না কভু সইবে না এটা আল্লাহ মেহেরবান ,
অচিরেই তুমি লোক সম্মুখে হইবে যে অপমান।