সোনাকে যারা পিতল বলে মুল্য কমাতে চায়,
আসলে কি তা চৌকস জাতি সহজে মানিয়া লয়?
ক্ষমতার ভারে নুইয়ে পরিয়াও দেখাতে চাহিছো তেজ,
নিজের দিকে চাহিয়া দেখো, গোটানো তোমার লেজ।
এতদিন তুমি মানুষেরে সদা ভুলিয়েছো ছলনায়,
সাধুরে তুমি চোর সাজিয়ে নিয়েছো চোরদের বিছানায়।
নাগিন কন্যা নাগিনী তুমি আর কত দেবে ধোকা,
ভেবেছো কি তুমি স্বজন হারানোরা এখনো রয়েছে বোকা?
তোমার ছলনা তিলে তিলে ওরা বুঝেছে হারে হারে,
সাধু যে ওরা বড়ই সাধু, যাকে চোর বল বারে বারে।
সাধুর নামে বেশ ভুসা আর শুধুই গলাবাজি,
দেড়িতে হলেও বুঝেছি মোরা কে চোর সাধু আজি।
ভয় নেই আর ভয় নেই তব প্রকাশিতে অপকর্ম,
কেমন তোমার রুচী কিংবা বুঝিনা তোমার ধর্ম।
সকালে আল্লাহ দুপুরে হরি বিকালেই ঈশ্বর,
তব ধারে গেলে মুক্তযোদ্ধা না গেলেই রাজাকার।
তোমার মুখোশ খুলেছে এবার খুলেছেই একেবারে,
কথায় কথায় ছোট করে কথা, রাজাকার বল কারে?
রাজাকাররাই প্রকৃত প্রেমিক জন্মভুমির তরে,
দেশ প্রেম নাই তাদের যারা দেশটারে লুট করে।
মুখোশধারী দেশপ্রেমিকের নেই প্রয়োজন আর,
প্রকৃত দেশপ্রেমিক আমরা, আজ সবাই রাজাকার।
রাজাকারের মুল্য কত বুঝিনি তো আগে,
যখন তুই রাজাকার তুই রাজাকার বলত শাহাবাগে।
এখন আমরা সেই শাহবাগ আসছি আরেকবার,
গর্ব করে বলছি শোন আমরা সবাই রাজাকার।
বৈষম্যের প্রথায় কভু নেই তো উপকার,
মানছিনা মানবো না যতই বল রাজাকার।
রাজাকারের তকমা দিয়ে শ্রেষ্ট মানুষটারে,
যুগ যুগ ধরে জনগণ থেকে রাখছো অনেক দুরে।
এমন সুন্দর বিজ্ঞাপনে ভুলবো না তো আর,
জীবন দিয়ে হলেও মোরা হবই রাজাকার।