আর কত দেড়ি
আর কত দেড়ি পাঞ্জেরী?
এখনও কি হলো না যাবার সময়
কখন ছাড়বে শ্রীলঙ্কার গাড়ি,
তুমি কি ভাবোনি রিজার্ভ ফুরাবে
সাগর শুখাবে লুটের পাল্লা হবে ভারি
আর কত দেড়ি পাঞ্জেরী?
আর কতক্ষণ দেশ ও জনগণ
সমস্বরে দুয়ে করবে আর্তনাদ
জানোনা কি তুমি ওরা ভূস্বামী
চটলে ভেঙ্গে অরক্ষিত হবে রাজপ্রাসাদ,
সেটা হতে আর কত দেড়ি পাঞ্জেরী,
যখন বাজারে যাই,
দেখি সব জিনিসের দাম বেড়েছে,
কিছু জিনিস তো,
কেনারই সাধ্য নাই,
শুধু শুনিতেছি জিনিসের দাম
আরো হইবে ভারী,
আর কত দেড়ি?
কবে যে হইবে জিনিসের দাম
বৃদ্ধিতে রুল জারি,
গরিবের বুক যায় ফেটে যায়
করছে আহাজারি,
তবুও বিবেক হইবে না কি একটুও জাগ্রত
সিন্ডিকেটের মহড়ায় আজ ব্যবসায়িরা ব্রত,
মরনের কথা নাইকি স্মরন
সমন হইবে জারি,
একবার যে জন্মেছে ভবে
মরণ হইবে তারই,
সেদিন আর কত দেড়ি?
মরার আগে করে যাও কিছু
পারলে ভাল কাজ,
সত্য বলতে করিওনা ভয়
মিথ্যায় করো লাজ,
ভাল কজ দিয়ে দেশ ও জাতির
সচল রাখো উন্নয়নের গাড়ি,
জনতার মুখে প্রশ্ন এখনো
আর কত হবে দেড়ি?
তোমাদের সুখটাও যদি
দেখিয়া মরতে পারি
তবুও মরনে সুখ পাবো বলে
হবে না আহাজারি,
আর কত দেড়ি?