বাপের জমিও পায়না নাতি
চাকরি কেমনে পায়,
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি
এ কি গায়ে সয়?
মেধাবীরা প্রতিবছর হচ্ছে বেকার কত,
নাই মেধাবী চাকরিজিবী কোটায় পাওয়া যত।

মুক্তিযোদ্ধা পাক সুবিধা নেই কো বাধা ক্ষতি,
কিন্তু মোরা মানবো না কো পায় যদি তার নাতি।
আমরা নয় কো ভাড়াটিয়া বাংলাদেশের বুকে,
একাই নিলে সব সুবিধা আমরা দেব রুখে।
৭১ এর পরে যারা সাজে মুক্তি যোদ্ধা ,
আমরা তাদের একমিনিটও করবোনা কো শ্রোদ্ধা,
নতুন নতুন মুক্তিযোদ্ধা হচ্ছে আবিস্কার,
লুটেপুটে সবই নিতে সকল পুরস্কার।

অর্ধেক নিবে মু্ক্তিযোদ্ধা বাকিটা সব কোটায়,
জনগণ আজ ভাড়াটিয়া তাদের মুল্য কোথায়?
বঙ্গবন্ধু চেয়েছিল জনগনের স্বার্থ,
তোমরা এখন অযথা কেন বাড়াচ্ছো বিতর্ক?
সোনার বাংলা গড়ার তরে জীবন দিলেন যিনি,
কি চেয়েছে সেই মানুষটা আমরা কি তা জানি?
তিনি ছিলেন চোর সমাজের আতঙ্কের এক নাম,
তার আদর্শ মানো যদি দিতে শেখো দাম।

কোটা নিয়ে খোঁটা খাওয়ার কোন দরকার নাই,
আমরা সবাই বঙ্গবন্ধুর সোনার বাংলা চাই।
গুটি কয়েক লোকের চেয়ে গোটা জাতি আপন,
কোটা চাইনা মেধা চাই, মতটা করছি জ্ঞাপন।
যুক্তিতে নাই মুক্তি তোমার আছে বাস্তবতায়,
এই কথাটা পারলে লিখে রাখতে পারো খাতায়।
কোটা কিন্তু কোন ভাবেই বৈধ কিছু নয়,
সবাই পেলে মেধায় চাকরি কি সমস্যা হয়?

দলের বলেই অনক খাচ্ছে দরকারই নেই কোটা,
মেধা দিয়ে চাকরি পাবো শুনবো না কো খোঁটা।