#পুলিশ_তুমি_কি
সাইফুল ইসলাম এনালিস্ট
পুলিশ তুমি কি,
মানুষ নাকি জানোয়ার
ডাকবো তোমায় কি?
কার বুকে তুমি চালাও গুলি
কার ইশারায় চালাও,
সময় বদলে গেলে দেখবো
কেমনে তুমি পালাও,
আজ না হয় সৈরাচারের
পদলেহন করছো,
কালকে তুমি করবেটা কি
একবারও কি ভাবছো?
৭১ এর গৌরব আজ
করার মত নাই
৫২ বছর পরেও আমরা,
আবার স্বাধীনতা চাই,
পুলিশের বুলেট ঝাজড়া করে
স্বাধীন বাংলার বুক,
বৈষম্য পেরিয়ে সাম্যতা
এনে পেয়েছি কি মোরা সুখ?
পাক বাহিনীর বুলেটের চেয়েও
তোমার বুলেট ভারী
তাবেদার হয়ে মানুষ মারো,
শোন না আহাজারি।
পুলিশ নাকি বন্ধু সবার
সবাই বলে এ কথা,
ভাইয়ের বুকে গুলির আঘাত
ভুলতে পারিনা ব্যথা।
ভারতের দোসর সৈরাচারের
পদলেহন করে যারা,
আর যাই হোক জনতার বন্ধু
হতেই পারেনা তারা।
মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে,
পুলিশ তুমি কি,
মানুষ নাকি জানোয়ার তুমি,
কি নামে ডাকি?