কত মানুষ কত টাকা করছে সদা পাচার,
তাদের কিন্তু খুব সহজে হচ্ছেনা কো বিচার।
বিচার যারা করবে আজি তারাই ভুলে ভরা,
কম বেতনেও পাহাড়সম অর্থ গড়ছে তারা।
নাম ধরে আজ বলি যদি আমার আছে ঝুকি
তাই তো আমি নাম না ধরে ইশারাতে  ডাকি।

কেউবা বিদেশ বাড়ী কিনে কেউবা দেশে জমি
তাদের একটা গাড়ি কিন্তু কয়েক কোটি দামি।
ক্লাবের মালিক রিসোর্ট করে হাজার বিঘা ক্ষেত,
ক্ষমতার কি দাপট তাদের কথায় কথায় বেত।
ক্ষমতাটা ছেড়ে মাত্র সাজে সমাজসেবী যুবক,
অমনি কেন তাদের পিছু আজ নিয়েছে দুদক?

দুদক সারা বছর কি আর ঘোড়ার ঘাসই কাটে?
রিপোর্ট করো হলে প্রকাশ তাদের ধরে বটে।
কেউ কিছু না বললে দুদক মনের সুখে থাকে
নিজেরাই তো  মেতে আছে সব আকামের বাকে।
যখন যে যার ক্ষমতা পায়, করে ধরাকে সড়া জ্ঞান,
বিচার তাদের  হয়না যতই থাকুক না প্রমাণ।
তবে তোমরা মনে রেখো আল্লাহ মেহেরবান
কিন্তু পার পাবেনা চেষ্টা যতেই করনা আপ্রাণ ।
সময়মত টিকই আল্লাহ ধরবে শক্ত করে,
হিসাব নেবেই যত আকাম করছো জীবন ভরে।