নারীরাও আজ লাঞ্চিত হয় চাইলে অধিকার,
রক্তাক্ত করে বলে তোরা রাজাকার রাজাকার।
সবাই যদি হয় রাজাকার মুক্তিযোদ্ধা কারা,
নিরস্ত্র জনতার উপরে আজ হামলা করে যারা?
এই দেশে আজ  নয় নিরাপদ নারী কিংবা শিশু,
কাউকে রেহাই দিচ্ছেনা ঐ ছাত্র নামের পশু।

উস্কানি দেয় করতে লড়াই বুড়ো হারামজাদা,
মারতে গেলে মরতেও হয় বুঝলোনা ঐ গাধা।
আমজনতার দাবিটাকে দেয়না কোন দাম,
এটাই হলো চুড়ান্ত যা সৈরাচারীর কাম।
যাদের কাছে পায়না কেহ ন্যায্য অধিকার,
চাইলেই তারা বলবে তোরা আসল রাজাকার।

অধিকার আজ নয় নিরাপদ এই পশুদের কাছে,
রক্ত দিয়ে হলি খেলে আর ক্রুর হাসি হাসে।
কার কি হলো তা দেখেনা চেয়ারটা ঠিক রাখতে,
আকড়ে আছে চেয়ার টাকে যতই পরুক গর্তে।
দেশটা যতই হোক পরাধীন থাকতে তারা মন্ত্রী,
থাকলে টিকে পরিবারটা আর কিছু নাই প্রাপ্তি।
সবজনগণ ধুকে মরুক চাকরি বিনা বঙ্গে,
থাকবো সুখে কোটার নাতি থাকলে আমার সঙ্গে।
এর বাহিরে চাইলে কেহ বাঁচার অধিকার,
এক বাক্যে বলে দিবো সবাই রাজাকার।