শিশু কাল থেকেই নীতি কথা শুনে,
বড় হই মোরা বলিও নীতি কথা,
কিন্তু কখনো নিজের নীতিকে ওজন
না করে জীবন গড়েছি বৃথা।
তাই তো মোদের নীতি নৈতিকতা
বিলীন হইবার পথে,
নীতিহীন আর নীতিবান কভু
চলবেনা এক সাথে।
নীতিহীনদের চাপাচাপিতে
নীতিবান আজ কাঁদে,
বঙ্গবন্ধু চোর তারাবার শপথ
নিয়েছিল কি স্বাধে?
যতই আমরা যুদ্ধে করিনা কো জয়,
চেয়ে দেখো আজ নীতির বিপর্যয়,
...................................
চলমান