ভন্ডরা সব যুক্তি করে একত্রীত হয়,
ঈমানদাররা ঝগড়া করে দুরে দুরে রয়,
কেমন তোমার ঈমানই বা কেমন আমল কর?
এক আলেমে আরেক টারে ইচ্ছামত ঝারো।
দাড়ি টুপি পাগড়ী দেখে বোঝার উপায় নাই
কথায় তোমার হিংসা ভরা শিক্ষার কিছু নাই।
আলেম তোমার নামও নয়কো নয়েকা পদবী
জ্ঞান গরিমায় লোকে ডাকে মানটা রাখছো কি?
গীবত করা মহা গুনা তোমরাই বলে বেড়াও,
আবার দেখি তোমরাই এসব বেশি বেশি ছড়াও।
কেমন তোমার কথার ধরন কেমন ইলম রাখো,
কথায় কথায় মুমিন লোকের পিছে লেগে থাকো।
নিজে বড় জাহের করার আর কি উপায় নাই,
বড় সাজতে গুনি লোককে বলছো যা ইচ্ছা তাই,
এভাবে কি বড় হওয়া সত্যি এত সোজা?
মন্দ কথা বলে শুধু বাড়াও পাপের বোঝা।
মরলে তুমি হাসে যদি ইমানদারের কেউ
মনে রেখো কবর তোমার জাহান্নামের ঢেউ।
শালিনতার সাথে যদি ভুল ধরে দাও কারো,
সবাই জানবে ভন্ড নও তুমি, অনেক কিছু পারো।
সবার কাছে পাবে তুমি মান আর ভালবাসা,
আমরা সূধী তোমাদের কাছে এটাই করি আশা।
গীবত দিয়ে শুরু কর ওয়াজ নসিহত,
তাই তো মানুষ পায়না খুজে সরল সঠিক পথ।
আল্লাহ বলেন যা করোনা সেটা কেন বলো?
এটা আল্লাহর পছন্দ নয়, সঠিক পথে চলো।
গীবত করে দিন দিন তোমরার হারাচ্ছে গুরুত্ব
শয়তানেরা দোস্তি হয় বাড়ে মুমিনের দুরত্ব।
সকল মুমিন এক হয়ে যদি হাতে রাখে হাত,
আঁধার কেটে আবার কিন্তু আসবেরে প্রভাত।