বললে কথা দস্যুর হাতে মুখটি চেপে ধরো,
গুলি করে হত্যা করে মিথ্যা প্রচার কর।
বাড়ী বাড়ী খুঁজে ফেরো ছাত্র আছে নাকি,
ছাত্ররা কেউ ভিনদেশী নয় সেইটা বুঝেছো কি?
ছাত্র তোমার ছেলে নাহয় ভাই হবে
বা নিকট প্রতিবাসি,  
গুলি নয় আর বুকে টেনে নাও
বলো ভালবাসি।
নইলে তোমার হাড় হবে জল,
আশায় গুড়েবালি,
তোমার করুন দশায় জনতা আজ
দেবে যে হাত তালি,

কত ঘৃনা পেলে তুমি হবে যে লজ্জিত,
নাকি তোমার নেই কোন মান, অপমান সজ্জিত।
লাশের মিছিল দেখেও তোমার হুশ ফেরে না আজি,
ছাত্ররা সব নামছে মাঠে ধরছে জীবন বাজী।
কত মায়ের বুক করেছো শ্নশান তুল্য খালি,
আবু সাঈদ আর মুগ্ধকে মোরা কেমনে ভুলি,
ন্যায় কথাটা বললেই তুমি  দিচ্ছো মুখে তালা,
তোমায় তো আর কেউ চাহেনা সবার বুকে জ্বালা,
রিক্সা শ্রমিক উকিল মুক্তার,শিক্ষক ব্যারিস্টার,
কেউ দেখিতে চাইছে না আর ফ্যাসিস্ট স্বৈরাচার।
দেশটা তোমার বাপের বলে করছো অনেক খেলা,
এদেশ কারো বাপের নয়কো বুঝছে ঠ্যালাওলা।
দেশটা সবার নয়তো বাপের কারো,
বললে এসব হায়নার মত মুখটি চেপে ধরো।