রাজাই যখন মিথ্যাবাদী প্রজার আছে কি বলার,
থাকেনা উপায় তাদের বিহনে আলোতে পথ চলার।
সাঈদের বুকে গুলির চিত্র সারাটি বিশ্ব দেখে,
রাজা কহিল গুলি নয় সে হোঁছট খেয়েছে পথে।
আমরা কাউকে মারিনাই আর মারার ইচ্ছেও নাই,
ছাত্ররা তো মোদেরই ছেলে নাহয় কারো ভাই।
দুস্কৃতকারীর প্রতিহিংসায় পুড়ছে সাড়া দেশ,
এই সুযোগে ভিন্নমতের করবো মোরা শেষ।
সারা দেশের সব কিছু যদি ছাই হয়ে যায় পুড়ে,
কিচ্ছু হবেনা আমার , আমায় পুলিশ রেখেছে ঘিরে।

আমি নৃশংস আমি ধ্বংস আমি লোভী আমি দুর্নিবার
আমি মানুষেরে করি ভয় তাই সব ভেঙ্গে করি চুর্মার।
ক্ষমতার মোহে বিবেক হারা আমি এক পশুর সমতুল্য,
তাই জনতার দাবি বাঁচার অধীকারের দেইনা কোন মুল্য,
লাখ জনতার লাশও আমায় ফেরাবেনা সুপথে,
যদি না আমার সুবিধা আধিপত্য টিকে তাতে।
মারবই আমি মারবই তব বুকের উপরে গুলি,
যদি একবারও আমার বিরুদ্ধে তব মুখে কথা শুনি।
আমিই আইন আমিই আদালত আমিই রাষ্ট দেশ,
সব মরে যাক পুড়ু ছাই হোক, হোক সব কিছু শেষ।
আমি মিথ্যুক তাই সত্য আমার আসল প্রতিদ্বন্দী
তাই তো আমি সত্যকে সদা করিয়া রাখি বন্ধী,

জানি আমার মরণ হবে করুন ইতিহাস,
দেশবাসি সহ বিশ্ববাসি করবে উপহাস।
মরণ হলে সব শেষ হবে গর্ব অহংকার,
তাই ভাবিনা বাঁচতে আমার ক্ষমতার দরকার,
ক্ষমতা হারায়ে বাঁচাটা আমার দুর্বিসহ একেবারে,
যে করেই হোক ক্ষমতায় আমি থাকবো বারেবারে।
আসলে কেহ ছিনিয়ে নিতে ক্ষমতা কোনদিন,
মরণ তাহার নিশ্চিত হবে মনে রেখো সেইদিন।
সত্য কথা বলবনা আমি এই করেছি পণ,
মিথ্যা বলতে বলতেই আমার যায় যেন জীবন।