দেশ টা এখন নয় কোন দেশ বিশাল কারাগার,
তাই মনে হয় দেখে সকল জুলুম অত্যাচার।
কথায় কথায় জেল জুলুম দেয় করেন মিথ্যাচার,
মুখে তাদের শান্তির বাণী কাজে সৈরাচার।
সব কারাগার পুর্ণ আছে নির্দোষীদের ভীড়ে,
তবু পাড়ায় পাড়ায় গিয়ে ওরা আনছে মানুষ ধরে।
জুলুমবাজের জুলুম দেখে আঁতকে উঠে গা,
মাথা নিচে ঝুলায় ওরা উপরে বেঁধে পা।
নিরাপত্তার কারণ দেখায় দেয়না নিরাপত্তা,
বলে ডিবি আনছে তুলে আর কোন নেই চিন্তা।
ছেলেটাকে নিচ্ছো ধরে বলছো না কেন কারণ?
বাবা মাকে হারুণ করে চিন্তা করতে বারণ,
ছেলে তোমার ভালই থাকবে করবো নাকো ক্ষতি,
শুধু মিথ্যাটাকে সত্য বলবে যেটা জানবে জাতি।
জাতির কাছে সত্য গেলে বাঁচবেনা সরকার,
তাই প্রয়োজনে গোটা দেশকে করবো কারাগার।
তারই একটা অংশ দেখাতে দিনে করছি নাটক,
বাড়ি বাড়ি গিয়ে রাতে করছি মোরা আটক।
রাজা বাঁচলে বাঁচবে যে দেশ বাঁচবো চাটুকার,
জাত জনতা মরুক ধুকে বাঁচুক তো সরকার।
কত জুলুম কত অন্যায় করেছি বারেবার,
বাঁচবোনা তো হেরে গেলে মুনিবে সরকার।
জেল জুলুম আর দমন পিড়ন করবো অত্যাচার,
প্রয়োজনে সব বাড়িকে করবো কারাগার।